সেলিম মাহবুব,সিলেট:
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিকের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জুয়েল বুধবার (০১মে ) সকাল ১০ ৩০ ঘটিকার সময় ছাতক শহরের মন্ডলীভোগ বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫৬ বছর। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী মোস্তাফিজুর রহমান জুয়েল ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয় নিয়ে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স পাস করেন। ব্যক্তি জীবনে তিনি অকৃতদার ছিলেন। মরহুমের প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার (০২ মে) সকাল ১১টায় মন্ডলীভোগ লাল মসজিদে এবং দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি আমেরতল গ্রামে দুপুর ২.৩০ টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। এদিকে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছোট ভাইয়ের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নেতৃবৃন্দ। শোক জ্ঞাপন করেছেন সাবেক বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জজ কোর্টের জিপি এড. রাজ উদ্দিন, সুনামগঞ্জ জজ কোর্টের পিপি এড. খায়রুল কবির রোমেন, জিপি এড.আক্তারুজ্জামান সেলিম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মরহুমের সহপাঠী ডাক্তার শিশির চক্রবর্তী, জাতীয় চক্ষু ইন্সটিটিউটের অধ্যাপক মরহুমের সহপাঠী ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী,
দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতিক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফি চৌধুরী বাবু, এড. আশিক আলী, এড. আব্দুস সালাম, এড, মাসুম আহমদ ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, কাজি আনোয়ার মিয়া আনু, মুরাদ হোসেন প্রমুখ।
Leave a Reply