হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন কর্তৃক তফশিল ঘোষিত অনুযায়ী দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে ২০২৪ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হবে। আটটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে রাণীশংকৈল উপজেলা পরিষদ গঠিত।গত বৃহস্পতিবার(২মে)ঠাকুরগাঁও জেলা প্রসাশকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সোলেমান আলী প্রার্থীদের হাতে তাদের নিজ নিজ পছন্দের প্রতীক তুলে দেন। এ মময় প্রার্থীরা ছাড়াও বিভিন্ন সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, সরকারি কর্মকর্তা ও প্রার্থীদের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। রাণীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী ৩ টি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্রতীক বরাদ্দের মহূর্তে প্রার্থী ও কর্মী- সমর্থকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক পেয়েছেন আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের পেয়েছেন মোটরসাইকেল প্রতীক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব পেয়েছেন ঘোড়া প্রতীক। ভাইস-চেয়ারম্যান পদে যারা প্রতীক পেয়েছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা পেয়েছেন (টিউবওয়েল) প্রতীক,উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কৃষক লীগের সভাপতি প্রধান শিক্ষক বাবর আলী পেয়েছেন (চশমা) প্রতীক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক,রমজান আলী, পেয়েছেন (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় পেয়েছেন (তালা)প্রতীক,ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা, হযরত আলী পেয়েছেন (টিয়াপাখি) প্রতীক। অপরদিকে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, শেফালী বেগম (পদ্মফুল) প্রতীক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা বেগম পুতুল (কলস) প্রতীক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন (ফুটবল) প্রতীক ও সারমিন আক্তার পেয়েছেন (হাঁস) প্রতীক। প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশ্য বলেন, এ উপজেলা পরিষদ নির্বাচন সহিংসতা ছাড়াই সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা যেন ভোট দিতে পারে সে ব্যাপারে প্রসাশন, সকল স্তরের জনগণ ও প্রার্থীদের সহযোগীতা কামনা করেন এবং প্রার্থীদের নির্বাচনী নীতিমালা, আচরণবিধি মেনে চলে নির্বাচনী প্রচারণা চালানোর পরামর্শ দেন এবং তিনি আরো বলেন, আশা করছি কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ
পরিবেশে আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে প্রার্থীরা তাদের প্রতীক পেয়ে এদিন বিকাল থেকেই নিজ উপজেলায় তাদের নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু করেছেন। প্রসঙ্গত: রাণীশংকৈল নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩ শ ৯১ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখা ৯৪ হাজার ২ শত ৮১ জন এবং মোট মহিলা ভোটারের সংখ্যা ৮৯ হাজার ১ শত ১০ জন। মোট ভোট কেন্দ্র ৬৬টি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে (মঙ্গলবার)।
Leave a Reply