সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে সুরমা নদীর উপর প্রতিষ্ঠিত সেতুটির নামকরণ “দুর্বিণ শাহ সেতু” এবং সুরমা সেতুর নিকটবর্তী টোল প্লাজার সম্মুখের গোল চত্বরকে “পাগল হাসান চত্ত্বর”নাম করণের দাবী সংসদে উত্থাপন করলেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক। রবিবার (৬ মে) জাতীয় সংসদের স্পীকারের মাধ্যমে ৭১ বিধিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবরে এই দাবি জানান, মুহিবুর রহমান মানিক এমপি। তিনি ছাতকের দুই কৃতিমান পুরুষকে ছাতক-দোয়ারাবাসী স্মরণীয় করে রাখতে জাতীয় সংসদে এ প্রস্তাব উত্থাপন করেন। মুক্তিযুদ্ধের সংগঠক জ্ঞানের সাধক, মরমী কবি দুর্বিণ শাহ ছিলেন ছাতকের দুর্বিণ টিলার
বাসিন্দা এবং বিশ্বে যিনি গানের মাধ্যমে ছাতক তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। এ দিকে কালারুকা ইউনিয়নের শিমুল তলা গ্রামের বাসিন্দা মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান তরুণ বয়সে তার গানের মাধ্যমে সিলেট বাসীর নাম তুলে ধরেছেন বিশ্বে। তিনি সম্প্রতি ছাতকে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ছাতকের এই খ্যাতিমান বাউল, সাধক দুর্বিণ শাহ”র নামে সুরমা সেতু ও খ্যাতিমান কন্ঠ শিল্পী তরুন গীতিকার, সুরকার মতিউর রহমান হাসানের (পাগল হাসান) নামে গোল চত্ত্বরের নামকরণ এখন সময়ের দাবি। গত ২৯ এপ্রিল ছাতক উপজেলা সমন্বয় কমিটির সভায়ও এই প্রস্তাবটি পাস করা হয়।
Leave a Reply