সেলিম মাহবুব,সিলেট:
মণিপুরীদের প্রাচীণতম অভিভাবক সংগঠন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির (মসকস) কেন্দ্রীয় ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ জুন) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রতাপ চন্দ্র সিংহ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরদিন্দু কান্তি সিংহ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জী রাতে মসকস’র কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বচনী ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট বিভাগের ৬টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মসকস’র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা প্রতাপ চন্দ্র সিংহ (শঙ্খ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মসকসর সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ (চেয়ার)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা:শরদিন্দু কান্তি সিংহ (করতাল) দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য সাবেক সাধারন সম্পাদক কমলা বাবু সিংহ। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান লক্ষী নারায়ণ সিংহ (পদ্মফুল) ও রঞ্জু কুমার সিংহ (ফুটবল)। এই তিনটি পদ ছাড়া সংগঠনের মোট ১৫টি পদের মধ্যে বাকি ১২ টি পদে প্রার্থী না থাকায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন হতয়ায় স্বস্তি প্রকাশ করে জানান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর পরই মণিপুরী সমাজ কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সরকার নিবন্ধিত এই সংগঠন মণিপুরীদের অভিভাবক তথা আমব্রেলা সংগঠন। মণিপুরি জনগোষ্ঠী অধ্যুষিত সিলেট নগরীর মাছিমপুর মণিপুরী পাড়া, সুনামগঞ্জের ছাতকের ধনীটিলা, হবিগঞ্জের চুনারুঘাটের বিশগাঁও, মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর এবং ঘোড়ামারাস্থ সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply