সেলিম মাহবুব:
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী এলাকায় ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম
ও নাইম সহ সংঘবদ্ধ চক্রের অতর্কিত ছুরিকাঘাতে নোমান মাহমুদ রুমন (৩৫) হত্যার ঘটনায় দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়াসহ ২৪ জনকে অভিযুক্ত করে শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ সোমবার (২৪ জুন) নিহত নোমান মাহমুদ রুমনের ভাতিজা এবং গুরুতর আহত সাবেক ইউপি সদস্য জামিল আহমদ পায়েলের ভাই আজিজুর রহমান বাদী হয়ে থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী আজিজুর রহমান মৃত আব্দুল হামিদের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় সিচনী পয়েন্টে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার দুই ছেলে ফাহিম আহমদ, নাঈম আহমদ ও সংঘবদ্ধ একটি চক্রের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন প্রতিপক্ষের নোমান মাহমুদ রুমন ও সাবেক ইউপি সদস্য জামিল আহমদ পায়েল। পরে আহত অবস্থায় দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নোমান মাহমুদ ওরফে রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার ৪ দিন পর সোমবার আজিজুর রহমান বাদী হয়ে দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়াকে প্রধান আসামী করে ২৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে শান্তিগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) কাজী মোক্তাদির হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply