সেলিম মাহবুব,সিলেট:
মা-ছেলের পর এবার সিলেটের একই সড়কে দুর্ঘটনায় স্বামী- স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা তারা হলেন হলেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার বড় ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) এবং তার স্ত্রী রাহেনা আক্তার (২২)।
এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহত দেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেটের ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুলের সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেট কারের মুখো মুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এর আগের দিন রোববার একই সড়কের খাগাইলে এক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছিলেন। সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ নুনু মিয়া জানিয়েছেন,পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply