সেলিম মাহবুব,সিলেট:
ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত নেতা এডঃ সুফি আলম সোহেলকে গ্রেফতার করেছে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) গোয়েন্দা পুলিশ। রবিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাতক থানায় পুলিশের দায়েরী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ছাতক থানার মামলা(নং-১৭ তাং-২০.০৭.২৪ইং, জিআর-১৫০/২৪ইং) এ মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এডঃ সুফি আলম সোহেলকে গ্রেফতারের বিষয় নিশ্চিত
করেছেন সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী এডঃ মোঃ আলম উদ্দিন। গত ২০ জুলাই রাত ২.২০ ঘটিকার সময় সরকারি-বেসরকারি সম্পদ ও রাস্তায় চলাচলরত যানবাহনের ক্ষতি সাধনের লক্ষে গোবিন্দগঞ্জ সাদা পুলের পুর্ব পাশে অবস্থান ও সরকার পতনের উদ্দেশ্যে ষড়যন্ত্র করার অপরাধ এনে ছাতক থানায় 15(3),25 D, The Special Powers Act 1974 ধারায় একটি মামলা দায়ের করেন থানার এস আই মোঃ সিকন্দর আলী। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনকে। মামলায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামাত-শিবিরের ১৫ জনের
নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৭০-৭৫ জনকে আসামী করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার করা হয় এডঃ সুফি আলম সোহেলকে। এ মামলায় আরো ২ আসামী জেল হাজতে রয়েছেন।
Leave a Reply