ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে
গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।
ফলে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। শুধু সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ভূমিকাই নয়, তারা কাজ করছেন গজারিয়া উপজেলা জুড়ে অরাজকতা ও লুটপাট বন্ধ এবং সড়ক পরিচ্ছন্নতায়ও ঘুরে এমন চিত্রের দেখা মেলে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এসব স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করছে গজারিয়া থানা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
তারা ট্রাফিক পুলিশের মতো বাঁশি হাতে দায়িত্ব পালন করছেন। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ। তাদের উপহার দিচ্ছেন পানিসহ নানা ধরনের খাবারও।
শিক্ষার্থীরা জানান, তারা তাদের নিজ দায়িত্ববোধ থেকে ছোট ছোট দল গঠন করে গত কয়েক দিন ধরে উপজেলায় রাষ্ট্রীয় সম্পদ ও ধর্মীয় উপাসনালয় গুলো পাহারা দিচ্ছেন। ফলে গজারিয়ায় কোথাও কোন প্রকার ভাংচুর ও হামলার ঘটনা ঘটেনি। যারা আন্দোলনের বিজয় ভিন্নখাতে নিয়ে দেশের বিভিন্ন স্থানে হামলা ও লুটপাট করছে তাদের প্রতি নিন্দা জানান তারা।
গজারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তুহিন আহমেদ সাদ্দাম বলেন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখেছি দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কিন্ত আমাদের উপজেলায় এ ধরনের ঘটনা আমরা ঘটতে দেইনি। শুরু থেকে শিক্ষার্থীদের সঙ্গে আমরাও সহযোগিতা করছি।
এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তারেক সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, ঢকা মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পিএম শাহাদাত প্রধান, ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. দাইয়ান সহ আরো অনেকে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply