হুমায়ুন কবির,ঠাকুরগাঁও।।
ঠাকুরগাঁওয়ের শহরের টাঙ্গন নদীর পানিতে ডুবে বৃহস্পতিবার (২২ আগস্ট) সিয়াম (১১ নামে) এক মাদ্রাসা শিক্ষার্থী শিশুর মৃত্যু হয়েছে। এদিন দুপুরে শহরের টাঙ্গন ব্রীজের নিচে নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ এ ঘটনান সত্যতা নিশ্চিত করেছেন। সিয়াম শহরের পশ্চিম মুন্সিপাড়া মহল্লার সুমন ইসলামের ছেলে। জানা গেছে ঘটনার দিন দুপুরে প্রতিবেশিদের সাথে টাঙ্গন নদীতে গোসল করতে নামে সিয়াম।। এক পর্যায়ে সে পানির নীচে তলিয়ে যায় সে। এসময় অন্যান্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন এবং ফায়ার সাভির্সের সদস্যরা নদীর পানিতে নেমে সিয়ামকে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে শিশু সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply