মোহাম্মদ মাসুদ
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন (৭৫) আর নেই। (ইন্নালিল্লাহে….রাজেউন)। তাঁর আকস্মিক ইন্তেকালে তার শুভাকাঙ্ক্ষী পরিবার আত্মীয়-স্বজন ও মরহুমের প্রিয় সংগঠন আনজুমান ট্রাস্টের গণ্যমান্য ব্যক্তিবর্গ সমর্থক শুভাকাঙ্ক্ষী সকলের মাঝে সকলের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।
আজ ২৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি ১ পুত্র ও দুই কন্যা সন্তান দুনিয়াতে মৃত্যুকালে রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি আরও বলেন, মহসিন সাহেবের মরদেহ বর্তমানে বলুয়ার দিঘীর খানকায় নিয়ে যাওয়া হচ্ছে। জানাজার ব্যাপারে হুজুর কেবলা পরে সিদ্ধান্ত দিবেন।
যুগ্মমহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার বলেন, মহসিন সাহেব সকালে হুজুর কেবলার সাথে ফজরের নামাজ আদায় করেন। পরে শরীর খারাপ লাগলে হুজুর কেবলা উনাকে অ্যাম্বল্যান্সে তুলে দিয়ে হাসপাতালে পাঠান। সেখানেই তিনি সকাল ৮টায় ইন্তেকাল করেন।
উল্লেখ্য : মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার প্রাণাধিক প্রিয় সংগঠন আনজুমানে ট্রাস্টের সক্রিয় দায়িত্ব থেকেছেন।দায়িত্বকালে সংগঠনের সকলের ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় তিনি সম্মানের সাথে দায়িত্ব পালন করেছেন। দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েও শুভাকাঙ্ক্ষী সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন তার কর্মকাণ্ডে কর্মগুণে।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট (আনজুমান ট্রাস্ট নামে পরিচিত) বাংলাদেশের একটি ধর্মীয় সংগঠন। আনজুমান মানে সমাজ (সোসাইটি), রহমানিয়া হযরত আবদুর রহমান চৌহরভি এর নাম থেকে নেওয়া হয়েছিল, আহমদিয়া হযরত সৈয়দ আহমদ শাহ এর নাম থেকে নেওয়া হয়েছিল, আর সুন্নিয়াকে সুন্নিয়াতের একাত্মতার জন্য নেওয়া হয়েছিল এবং ট্রাস্ট কল্যাণের প্রতীক।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply