সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতকে পৌর শহরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দূর্গোৎসব। সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার (১৩ অক্টোবর) দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শহরের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। এ ঘাটে পৌর শহরের কুমনা, শিববাড়ি, কালিবাড়ী, মহাপ্রভুর আখড়া, ত্রি-নয়ণী, মহামায়া, চৈতন্য সংঘ পূ্জা মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। প্রতিমা বিসর্জনের সময় ছাতক-দোয়ারা সেনা ক্যাম্পের দায়িত্বে মেজর আল জাবির মোহাম্মদ আসিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃগোলাম মোস্তফা মুন্না, সহকারী কমিশনার (ভুমি)আবু নাসের, ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান সহ কর্মকর্তা, জেলা বিএনপি নেতা আবু হুরায়রা সুরত, সাবেক পৌর কাউন্সিলর, জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, যুবদল নেতা খায়ের উদ্দিন, এড: ফয়জুল আহমদ পাবেল, ফখরুল আলম, নোমান ইমদাদ কানন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল
আলিম,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ রায়,পৌর পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারী, উপজেলা সাধারণ সম্পাদক বাবুল রায়। ছাত্র সমন্বয়ক সাঈদুর রহমান সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না বলেন, ছাতকে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গা পূঁজা শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। পূঁজা পালনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ছিলো লক্ষনীয়। অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, শান্তিপুর্ণ পূঁজা উদযাপনের লক্ষে নিরাপত্তায় ছিলো সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টিম। ছাতকে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply