সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। টিলা কেটে পাথর উত্তোলন এবং বিক্রির সাথে জড়িত থাকায় তাদেরকে আটক করা হয়। এ সময় পাথর, লাল বালু ভর্তি ৩ টি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে শাহ আরেফিন টিলায় এ অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশ সুত্রে জানাযায়, শাহ আরেফিন টিলা ও মাজার রক্ষায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে শাহ আরেফিন টিলা থেকে পাড়ুয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র তাজুল মিয়া, কুটি মিয়ার পুত্র ইকবাল হোসেন, রিয়াজ উল্লা’র পুত্র শুভ মিয়া, নারাইনপুর গ্রামের মৌলা মিয়ার পুত্র ফিরোজ মিয়া ও তার পুত্র নজরুল ইসলাম, বাহাদুরপুর গ্রামের দ্বীন ইসলামের পুত্র রফিকুল ইসলাম ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মৃত ওয়াহিদ উল্লাহ’র পুত্র আব্দুল গফফারকে আটক করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঐতিহ্যবাহী স্থাপনা শাহ আরেফিনের মাজার থেকে পাথর উত্তোলনের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয় ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply