মোহাম্মদ মাসুদ
সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক বিক্রয়ের নগদ ১৬২০/- টাকাসহ ০৫ জন আসামী গ্রেফতার।
৭ডিসেম্বর (শনিবার) রাত সাড়ে ১১টায় আসামীদের গ্রেফতার পূর্বক তাহাদের নিকট হতে ৪০(চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক বিক্রয়ের নগদ ১৬২০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আটকৃত আসামিরা হলেন ১। সুভাষ দাশ (৩৬), ২। কালী চরণ দাশ (৫০), ৩। মোঃ নাছির (২৬), ৪। আল-আমিন (২৪),৫। ব্রজ গোপাল দাশ (৪০)।
সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ তারেক আজিজ বলেন, সক্রিয় অভিযানে অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা, মো: বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই/আওলাদ হোসেন, এসআই/আলমগীর হোসেন, এএসআই/হুমায়ন কবির ও সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন ১১নং দক্ষিণ কাট্টলীস্থ জেলেপাড়া স›দ্বীপের কলোনীর জনৈক শহীদুল ইসলাম এর মালিকানাধীন সুভাষ দাশ এর ভাড়াঘরে সামনে অভিযানের ধারাবাহিক কার্যক্রমের প্রচেষ্টায় আসামিদের ধরতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তাহারা অবৈধ দেশীয় তৈরী চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে ক্রয় বিক্রয় করছিল।
আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানারা মামলা নং-০৬, তারিখ-০৮/১২/২০২৪খ্রিঃ ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ২৪(খ)/৪১ রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply