তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিএনপির উদ্যোগে একটি বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) শহরের মন্টু মিয়ার মাঠে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার আর বাংলায় ফেরার সুযোগ নেই। অর্থনৈতিক লুটপাটে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেশের সবচেয়ে জরুরি প্রয়োজন জাতীয় ঐক্য, যা বিভাজন রোধ করতে পারে।”
সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নূরুল ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গৌছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য নজীর হোসেনের সহধর্মিণী সালমা নজির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক,জেলা বি এনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল,জেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, ফললু করিম বকুল, শামসুর রহমান সামছু, শফিকুল ইসলাম মতিন, সামসুর রহমান বাবুল, জসিম উদ্দিন সুমেন ও জসিম উদ্দিন সালমান প্রমুখ।
বক্তারা বলেন স্বৈরশাসকের পতন হয়েছে কিন্তু তার পেতাত্বারা এখনও বাংলার মাটিতে রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল পেতাত্বাদের প্রতিহত করে জনগনের ভালোবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।বক্তারা সকলেই জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং দলের অভ্যন্তরীণ সংহতি বজায় রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন আন্দোলন সংগ্রামে রাজপথে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে তাদেরকে আগামীতে মূল্যায়ন করা হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply