শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঔতিহ্যবাহী বিদ্যাপীঠ ইটাউরী মহিলা আলিম মাদরাসার শিক্ষক শিক্ষার্থী,ও সাবেক শিক্ষার্থী এবং গ্রামের সকলের সহযোগিতায় ঝাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ।
রবিবার(১২ জানুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় প্রথম অধিবেশনে শিক্ষক আশরাফ আহমদের পরিচালনায় শিক্ষার্থী সাদিয়া বেগমের কুরআন তিলাওয়াত ও শিক্ষক ইকবাল আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়েছে।উক্ত অনুষ্ঠানের শুরুতে শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থী রাহাতুল জান্নাহ খান, এবং জাতীয় সংগিত পরিবেশেন করেন প্রতিবা শিল্পী গোষ্ঠী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইটাউরী মহিলা আলিম মাদরাসার ছাত্রী সংসদের সম্পাদিকা ইশরাত জাহান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইটাউরী মহিলা আলিম মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল আহাদ খান,
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মিজানুর রহমান, মাহবুবুর রহমান,আব্দুল হক,আশরাফ আহমদ,সৈয়দ বাকি বিল্লাহ সহ অন্যান্য শিক্ষক বৃন্দগন।
উল্লেখ্যঃ প্রতিবছরের মতো এই বছরেও শিক্ষার্থীদের মনোরঞ্জন করার জন্য শিক্ষক ও বর্তমান শিক্ষার্থী,সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় সপ্তাহ ব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রথম দিনের অধিবেশনে আউটডোর ইভেন্টে দেখার মত ছিল, ৫০ মিটার দৌড়,১০০ মিটার দৌড়,বিস্কুট দৌড়,কানামাছি, মুক্তা খোঁজা,মাছ উড়ে,পাখি উড়ে,মোড়গ লড়াই,দড়ির নাচ,অঙ্ক দৌড়,পিংপং,
হাড়ি ভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার,জলডাঙ্গা, তিন পায়ে দৌড়,গোলক নিক্ষেপ, মিউজিক্যাল পিলো,স্মৃতি পরীক্ষা, বেলুন ফুটানো,যতোপারো ততো খাও সহ নানা ধরনের ইভেন্টে মুখরিত ছিল মাদ্রাসার আঙ্গিনা। ১ম দিনের খেলাধুলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
এছাড়াও সপ্তাহ ব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট রয়েছে যেমন,কুরআন তিলাওয়াত, একক সংগীত,আরবি বক্তব্য, ইংরেজী কথাপকথন,একক বির্তক,নির্বাচনী বক্তব্য, মুখস্থ হাদিস, সহ বিভিন্নরকম ইভেন্ট।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply