এ হামিদ সরকার নীলফামারী।
নীলফামারী জেলার ডিমলা য় বিগত ২৬-০৭-২৩ইং বাদিনী তহমিনা স্বামী মোঃমোসলেম উদ্দীন সাং বাইশপুকুর ডাকঘর ডালিয়া উপজেলা ডিমলা জেলা নীলাফামারী বিঞ্জ আদালতে মামলা দায়ের করেন।উক্ত মামলায় আসামি করা হয় ১নং তইজুল ইসলাম (৫২)পিতা মৃতঃতছলিম উদ্দিন ২নং আব্দুল মাজেদ( ৩৩)৩নং আঃওয়াহেদ উভয়ের পিতা মোঃতইজুল ইসলাম ও ১৩নং মোঃআঃজব্বার (৪০)পিতা মৃত আজহার আলী সহ মোট (১৩)জন আসামীর যে মামলার তদন্তের জন্য অদ্য ৬-১১-২০২৩ইং দ্বায়িত্ব গ্রহণ করেন খালিশা চাপানী ইউনিয়ন সহকারী ভূমিকর্মকর্তা।সরেজমিনে অত্র মামলার স্বাক্ষীগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাক্ষাৎকারে উপরে উল্লেখিত ব্যক্তিগন নির্দোষ বলে জানান তিনি।
আরও এলাকার বিভিন্ন লোকজনের সরাসরি ভিডিও সাক্ষাৎকারে জানা যায় যে,উল্লেখিত চারজন আসামির বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও হয়রানিমূলক।এতে আসামী গন এহেন হয়রানিমূলক মামলার ধিক্কার ও নিন্দা জানিয়েছেন এবং ভবিষ্যতে এধরণের হয়রানিমূলক মিথ্যা মামলার জন্য টাউট কুচক্রী ব্যক্তিগনকে এসব মামলার জন্য মান সম্মান হানিকর কোন কাজ যেন নাকরা হয় বলে উক্ত নিউজে উল্লেখিত আসামি গন জানিয়েছেন।যাহার পিটিশন নং ২০৮/২৩(ডিমলা)।।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply