ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা রাহাফুল খান (২০) নামে এক যুবকের ভাড়া বাসা থেকে তালা ভেঙে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ও শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত রাহাফুল খান গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে। সে আব্দুল্লাহপুর গ্রামের ওয়াজেদ বেপারীর ভাড়া বাসা একা থাকতেন এবং বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেটে নিউ নবাপুর ইলেকট্রনিকস দোকেনের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ কক্ষের দরজা তালা ভেঙে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা সোহেব আলী বলেন,
প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে, শনিবার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে হত্যা করেছে সেটি এখনো জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply