সেলিম মাহবুব,সিলেট:
সুনামগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে হাফিজ ফেদাউর রহমান (মাইক প্রতিক) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী হয়েছেন এডভোকেট আবুল হোসেন (তালা প্রতিক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন নিগার সুলতানা কেয়া (বৈদুতিক পাখা প্রতিক),নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী হয়েছেন মোছা: চম্পা বেগম (ফুটবল প্রতিক)। শান্তিগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোশারফ হোসেন জাকির (মাইক প্রতিক) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী হয়েছেন রুকনুজ্জামান (চশমা প্রতিক )। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রফিকা মহির (ফুটবল প্রতিক) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী হয়েছেন খায়রুন নেছা (কলস প্রতিক)। মধ্যনগর উপজেলায় হযরত আলী (চশমা প্রতিক) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার (টিউবওয়েল প্রতিক )। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সমাজকর্মী হানুফা আক্তার (ফুটবল প্রতিক) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী হয়েছেন উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী।
Leave a Reply