কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
কাপাসিয়া থানার বিশেষ অভিযানে রোমান (৪০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়া দৈনিক জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (০৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার এসআই ইয়ার মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ উুলুসারা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রোমান কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রোমান উপজেলার টোক ইউনিয়ন উুলুসারা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। থানা সুত্রে জানা যায়, আসামি রোমান কাপাসিয়া থানার ২০২০ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক) ধারায় অপরাধ করায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামি রোমান কে আজ দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply