সেলিম মাহবুব,সিলেট:
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্ণ উপলক্ষে ও কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সরকার পতনের এক দফা আন্দোলন পর্যন্ত নিহত শহীদদের স্মরণে ছাতকে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাতক সরকারি কলেজ ও ছাতক টেকনিক্যাল এবং ছাতক বহুমূখী মডেল স্কুলের শিক্ষার্থীরা ‘শহীদি মার্চ’ কর্মসূচীতে অংশ নেয়। এসময় কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে ছাতক পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়। এখানে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। শহীদি মার্চ কর্মসূচীতে শহীদদের স্বরণে বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলন চলাকালীন গণহত্যা চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবী করে শিক্ষার্থীরা। ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী রাকিব উদ্দিন, সাইদ রহমান, মাহিম আহমদ, রায়হান আহমদ, জুবায়েদ মিয়া, সিফাত, তারেক, ইদরাক, ফারহানসহ প্রমুখ। এতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
Leave a Reply