মোঃ নিজাম উদ্দিন, সিলেট প্রতিনিধি
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিস্টমাস ডে) উপলক্ষে সিলেট মহানগরীর নয়াসড়কে প্রেসবিটারিয়ান চার্চ পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা, মহোদয়।
বুধবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত শুভ বড়দিন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব বি. এম.আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) জনাব শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
এসএমপি কমিশনার মহোদয় চার্চে যিশু ভক্তদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে এসএমপি কমিশনার মহোদয় কেক কেটে বড়দিন উদযাপনের সূচনা করেন, সেখানে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
শুভ বড়দিন উদযাপনকে সুষ্ঠু, নিরাপদ এবং উৎসবমুখর করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীর গির্জাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply