
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় ‘জমি নিয়ে’ বিরোধের জেরে ছোট ভাই হাসান (৩৫)কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে, সহোদর বড় ভাই আমিনুল হক এর বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের খোদাদিয়া দক্ষিণ পাড়া গ্রামে গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত মোঃ হাসান একই এলাকার মৃত আঃ খালেক এর মেজো ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত আব্দুল খালেকের ৬ সন্তানের মধ্যে চার ছেলে দুই মেয়ে। এ ব্যাপারে হাসানের চাচা আব্দুল মালেক জানান, হাসানের বাবা আব্দুল খালেকের মৃত্যুর পরে জমি জমা বন্টন হয়নি। যৌথাবস্থায় সাত কাঠা জমি বিক্রি করে ছোট দুই ভাইকে বিদেশে পাঠান, এদিকে হাসানের অংশ হাসানকে দিবে দিচ্ছে বলে কালক্ষেপণ করে আপন বড় ভাই আমিনুল হক। পরবর্তীতে একাধিকবার গ্রাম্য সালিসের মাধ্যমে সোয়া দুই কাঠা জমি হাসানকে বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘ ১৫ বছর ভোগ দখলে থাকা জমিতে গত শুক্রবার বসত বাড়ি নির্মাণে ইট বালু সিমেন্ট ও মিস্ত্রি এনে কাজ শুরু করিলে, তাঁরই বড় ভাই আমিনুল হক ও ছোট ভাই হোসেন নির্মাণ কাজে বাধা প্রদান করে এবং বাগবিতণ্ডায় একপর্যায়ে তার ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং বেধরক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আহত হাসান থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার উপ-পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply