গাজীপুর জেলা প্রতিনিধি
শ্রীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব ২০২১সালে স্থাপিত করা হয়েছিল, ২০২১ সাল থেকে শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাব সুনামের সাথে অতিবাহিত করে আসছে। কিন্তু সভাপতির অপকর্ম ও দুর্নীতির কারণে সুনাম রক্ষা করা কঠিন হয়ে পড়েছে, ২৯ শে জুন ২০২৩ ইং হইতে অত্র ক্লাবের সভাপতি মোঃ এনামুল হকে কে মাদক গ্রহন ও শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের নিজস্ব অফিসে মেকারীর দোকান বানিয়ে ক্লাবের পরিবেশ নস্ট সহ মেয়েলি সংক্রান্ত আকাম কোকাম ক্লাবের অন্যান সম্পাদক ও সদস্যদের নজরে আসায় এবং তাহার শিক্ষাগত যোগ্যতার বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কোন সনদ না থাকায় ( নন মেট্রিক) এবং শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী কর্মে লিপ্ত থাকায়, গোপনে ২০২৩ ইং এর ঈদুল আজাহার শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাব এর নামে ঈদকার্ড ছাপিয়ে বিভিন্ন প্রতিস্ঠান ও বেক্তীর নিকট হতে টাকা কলেকশন করায় তাকে আজীবনের জন্য মেজুরিটি দের আলোচনা মিটিং করে শ্রীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের পেইডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে অনাস্হা প্রস্হাব এনে বহিস্কার করা হলো ।সংগঠনের আইনের নিয়ম পরিপন্থি কার্যকলাপ করায় মিটংয়ে অনুপস্হিত বাকি সংগঠনের সদস্য /সদস্যা বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের অসাদাচরণ, ক্লাবের ফান্ডে জমা ১৮৫০০/ টাকা আত্বসাত সহ প্রয়োজনীয় কারন দর্শাতে ব্যর্থ ও ঊশৃংখল আচরণের জন্য,সংগঠনের নিয়ম পরিপন্থী কার্যকলাপ ও সংগঠনের সমস্ত কাগজ পত্র রেজিস্টার, সিল গোপনে লোপাট করায়,সদস্য দের স্বাক্ষর জালিয়াতি করায় সংগঠনের সদস্য ও সদস্যাদের সাথে সংগঠনের পেডে লিখিত ও স্বাক্ষরিত সিদ্ধান্ত মোতাবেক স্থায়ীভাবে অনাস্হাদিয়ে বহিষ্কার করা হলো।
১/ মোঃ এনামুল হক
৩০ শে জুন ২০২৩ ইং হইতে সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ রইল, শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের নামে কোন লেনদেন সহ আদান-প্রদান না করার জন্য, সে শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের পরিচয় দিলে তাকে অবরোদ্ব করে আইনের হাওলায় দেয়ার জন্য সর্ব স্তরের সর্ব মহলের সকলের প্রতি প্রতিঅনুরোধ করাহলো। তারপরেও কেউ যদি তার সাথে লেনদেন বা আদান প্রদান করেন, তার জন্য শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাব কর্তৃপক্ষ দায়ী নহে ।
মেজুরিটি সম্পদক মন্ডলী ও কার্যকরী সদস্য /সদস্যা বৃন্দের পক্ষে …………………………………….,,,,,,,
…………সাধরন সম্পাদক
মোঃকামাল পারভেজ
………… . শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাব, শ্রীপুর গাজীপুর।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply