মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
৭এপিবিএন সিলেটের যানবাহন শাখায় কর্মরত কনস্টেবল রিয়াদ বিন কুতুব এর বৌভাত অনুষ্টান অদ্য ০১/০৯/২৩ খ্রিঃ তারিখ বাদ জুমা সিলেট জেলার বিয়ানীবাজারস্থ রয়েল পাইসি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ৭এপিবিএন সিলেটের অধিনায়ক মানবিক পুলিশ অফিসার, অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলাম উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা প্রেরন করেন। অতিরিক্ত ডিআইজির পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মোঃ মফিজুল ইসলাম উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা পৌছে দেন। শুভেচ্ছা বার্তায় তিনি রিযাদ বিন কুতুব এর দাম্পত্য জীবনের সুখ ও শান্তি কামনা করেন। এসময় পুলিশ পরিদর্শক জনাব মোঃ দুলাল মিয়া, এসআই মোঃ ময়নুল হক, এসআই রেদোয়ানুল হক, এসআই আবু তাহের, এসআই আঃ মুমিন, এসআই মামুন সরকার, এএসআই পাবেল, জাকির, মৃদুল, মামুন, পলাশসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় বাড়ী কনস্টেবল রিয়াদ বিন কুতুব এর বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম কতুব উদ্দিন ছিলেন বাংলাদেশ পুলিশের একজন সাব-ইন্সপেক্টর।
জানতে চাইলে বৌভাত অনুষ্টানে উপস্থিত থাকা ৭এপিবিএন সিলেটের মিডিয়া উইংয়ের এএসআই মোঃ পাবেল জানান “অধিনায়ক মহোদয় অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম স্যার আমাদের ৭এপিবিএন এর সহ-অধিনায়ক পুলিশ সুপার মহোদয় থেকে শুরু করে কনস্টেবল, কুক কনস্টেবল, এনসিই কনস্টেবল এমনকি বুটমেকার পর্যন্ত সবাইকে ব্যাক্তিগত ভাবে চিনেন এবং জানেন। স্যার সবার ব্যাক্তিগত ও পারিবারিক খোঁজ খবর সরাসরি নিয়ে থাকেন৷ এত বড় পদমর্যাদার একজন অফিসার হয়েও ইউনিটের সকল অফিসার ও ফোর্সকে সরাসরি চেনা জানা এবং কনস্টেবল এর বিয়েতে উপহার ও শুভেচ্ছা বার্তা প্রেরন করা এটা স্যারের বড় মানসিকতা ও মানবিক গুণাবলীর বহিঃপ্রকাশ। রিয়াদ বিন কুতুব এর বৌভাতে স্যার নিজে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে স্যার অসুস্থ হওয়ায় স্যারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার স্যার সহ আমরা উপস্থিত হয়েছি”।
কনস্টেবল রিয়াদ বিন কুতুবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ” অতিরিক্ত ডিআইজি স্যারের পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা বার্তা আমার জীনের সব থেকে বড় পাওয়া। সত্যি আমি আপ্লুত, আমি স্যারের কাছে চিরকৃতজ্ঞ। স্যারের এ উপহার ও শুভেচ্ছা বার্তা আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার স্যারসহ সকল স্যারদের কাছে আমি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বিয়েতে আসার জন্য”।
মানবিক পুলিশ অফিসার অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম কিছুদিন পূর্বে মৌলভীবাজার জেলার জুড়ীতে একজন স্কুল শিক্ষককে অনন্য সম্মান দিয়ে সারা দেশে রীতিমতো ভাইরাল হয়েছেন। সৎ ও মানবিক অফিসার হিসাবে বাংলাদেশ পুলিশেসহ সারা দেশে উনার সুনাম রয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply