মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা – প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক অভিযানে চুরি হওয়া দুটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার, অফিসার ইনচার্জ, মোঃ সাইদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/মোঃ ইসমাইল হোসেন, এএসআই/মোঃ সাদ্দাম হোসেন, এএসআই, অলিউল্লাহ, ও সঙ্গীয় ফোর্স সহ ১৯ নবেম্বর রবিবার গবীর রাতে বিশেষ অভিযান কালে গোপন সংবাদ নিশ্চিত হয়ে, পৌরসভার ৭ নং ওয়ার্ড বাস স্ট্যান্ড এলাকায়,, থেকে হোটেল মোহছেন আউলিয়া ভাংঙ্গারি দোকানের পাশ থেকে চোরাইকৃত একটি অটোরিকশা ও একটি মিশুক সহ
দুই আসামি এবং একেই রাত অর্থাৎ ২০/১১/২০২৩খ্রিঃ তারিখ রাত ০১:৩০ ঘটিকার উপজেলার ১৫ নং ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এরাকায় থেকে তিন ব্যাটারি সহ একজন আসামি কে আটক করেন,
গ্রেফতারকৃত আসামীর নাম ০১। মোঃ সুমন( ৩২) মেস্তুরি, পিত্- মনছুর ব্যাপারি বেগম , গ্রাম-উত্তর ইচনি ২,ইয়াসিন মুন্সী (২২) পিতা- ইব্রাহিম মুন্সী, সাং- ইসলামপুর গাছতলা, উভয় থানা চাঁদপুর সদর, জেলা চাঁদপুর । ৩, মোঃ রকি( ২২) পিতা- পিতা মৃত নজরুল ইসলাম,সাং – কাউনিয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর।
আসামিদের কে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন এলাকা হতে চোরাই গাড়ি ও ব্যাটারি সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
এই বিষয় এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করেন, ফরিদগঞ্জ থাবার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন চোরাই কৃত গাড়ি গুলো জব্দ করে ফরিদগঞ্জ থানায় দায়ের করা হয়েছে, মামলা নং ১৮ তারিখ ২০/১১/২৩ ধারা দঃ বিঃ ৪১৩/৩৪ রুজু করেন। এবং আসামি দের কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply