মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর তত্বাবধানে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক পরিদর্শক (নিঃ) জনাব, এস এম আল মামুন এর নেতৃত্বে ২৪/১২/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৬.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি, সিলেটের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম সুবিদবাজার সাকিনস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টার এর সামনে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরাই চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। তারদের কাছ থেকে কালো রংয়ের ১৫০ সিসি Pulsar এবং সাদা-কালো রংয়ের ১৬০ সিসি Apache RTR মোট ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ১। অলীম উদ্দিন (২৫), পিতা- মোঃ জালালুল ইসলাম, সাং- লাউয়াই (২৯ নং ওয়ার্ড), থানা- দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট ২। মোঃ রেদওয়ানউল হক লস্কর @ হৃদয় (১৮), পিতা- সিরাজ উদ্দিন @ কমর উদ্দিন লস্কর, বাসা নং-৫০ মিতালী আবাসিক এলকা, রায়নগর রাজবাড়ী, থানা-কোতোয়ালী, এসএমপি সিলেট ৩। মোঃ কিবরিয়া আহমেদ তানভীর (২৫) ৪। মেঃ এনামুল হক (২৯), উভয় পিতা- মৃতঃ আপ্তাব আলী, উভয় সাং- চক কাশিমপুর, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট, উভয় বর্তমানে- সুরমা আবাসিক এলাকা, তাহমিন টাওয়ার, ৯নং ওয়ার্ড, থানা-জালালাবাদ, এসএমপি, সিলেট।
দীর্ঘদিন থেকে তারা মোটরসাইকেল চোরাই চক্রের সাথে এই কাজে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
এস আই (নিঃ)/আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply