পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্য পরিচয় দিয়ে এক গৃহবধূকে জিম্মি করে গোলাম রহমান (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গোলাম রহমান উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার হাছন আলীর ছেলে। এব্যাপারে ওই গৃহবধূ পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, কিছুদিন পূর্বে গোলাম রহমান নামের এক ব্যক্তি ০১৬২৪৯৬৮৫৫১ নাম্বার থেকে ওই গৃহবধূর সাথে যোগাযোগ করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্য বলে পরিচয় দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গৃহবধূর নামে একটি ফেইক আইডি আছে বলে জানান তিনি। যেখানে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি-ভিডিও ভেসে বেড়াচ্ছে। এতে এসব ছবি-ভিডিও অপসারণ করতে আঠারো হাজার টাকার প্রয়োজন বলে গৃহবধুকে জানান গোলাম রহমান। একপর্যায়ে সামাজিক মর্যাদা রক্ষার্থে গোলামকে ০১৮৫০৬৪১০০০ নাম্বারের একটি বিকাশ একাউন্টে দশ হাজার টাকা পাঠায় ওই গৃহবধূ।
অভিযোগে আরও বলা হয়, দশ হাজার টাকা পাওয়ার পরে গোলাম রহমান আরও টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গৃহবধূর নামে থাকা ওই ফেইক আইডিতে আপত্তিকর আরও ছবি-ভিডিও আপলোড করার হুমকি দেন।
টাকা নেওয়ার কথা স্বীকার করে গোলাম রহমান সাংবাদিকদের জানান, আমি সাইবার ক্রাইম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আমি ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলাম তাঁর উপকার করার জন্য। এখন তিনি না চাইলে টাকা ফেরত দেওয়া হবে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, সাইবার ক্রাইমের সদস্য পরিচয় দিয়ে গোলাম রহমান নামের এক যুবক টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারটি ওই গৃহবধূ আমাকে জানিয়েছিলো। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply