মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
যান্ত্রিক ত্রুটির কারনে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে আটকা পড়েছে বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেন। এরফলে দূর্ভোগে পড়রছে ট্রেন যাত্রীরা। আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে ট্রেনটি জংশন থেকে ছেড়ে যাওয়ার সময় ত্রুটি ধরা পড়ে। এরপর থেকেই ট্রেনটি জংশনে আটকা পড়ে রয়েছে।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আরিফ হোসেন জানান, বাংলাবান্দা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনটি নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনে পৌঁছায়। পরে ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য ইঞ্জিন চালু করলে ইঞ্জিনের একটি পিন ভেঙ্গে বিকল হয়ে পড়ে। এরফলে ট্রেনটি জংশনেই আটকা পড়ে। পরে ঈশ্বরদী রেলওয়ে কার্যালয়ে সংবাদ দেওয়া হয়েছে। একটি ইঞ্জিন নিয়ে আসার পর ট্রেনটি জংশন থেকে ছেড়ে যাবে। এতে প্রায় তিন ঘন্টা ট্রেনটি আব্দুলপুর জংশনে আটকা পড়ে থাকে। তবে অন্য কোন ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি।
Leave a Reply