মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে উক্ত পৌরসভার মেয়র
পদে পৌর উন্নয়নের রুপকার মহিউদ্দিন আহাম্মেদ মনোনয়ন পএ দাখিল করেছেন।
তিনি মনোনয়ন পএ জমা দেওয়ার শেষ দিনে ১৩ ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সকালে তার নিচ বাড়িতে বাবার কবর জিয়ারত করেন এবং দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় তার মনোনয়ন পএ দাখিল করেন। তাঁর এ মনোনয়ন পএ গ্রহন করেছেন-খান আবি শাহনুর খান সিনিয়র জেলা নির্বাচন অফিসার, পটুয়াখালী।
পটুয়াখালী পৌরসভা নির্বাচন -২০২৪ ও পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার।
বর্তমান পৌর মেয়র, আধুনিক, স্মার্ট ও পৌর উন্নয়নের রপকার-
মহিউদ্দিন আহাম্মেদ পটুয়াখালী পৌরসভার সকল নাগরিক বৃন্দের কাছে আন্তরিক দোয়া চেয়েছেন এবং তাঁর সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও বিশেষ করে
পটুয়াখালী সদর উপজেলায়
এবং পটুয়াখালী পৌরসভায়
বসবাস বৃন্দ, নানা মিডিয়ার সকল সাংবাদিক প্রতিনিধিদের
কাছে সার্বিকভাবে সহযোগিতা
চেয়েছেন এবং দোয়া চেয়েছেন।
পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এড, মোঃ হাফিজুর রহমান হাফিজ ও শ্রমিক লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জেলা যুবলীগের সভাপতি এড,শহিদুল ইসলাম, সোয়েবুর রহমান সোয়েব এবং স্থানীয় লোকজন ও ভোটারদের মুখে একই কথা শোনা যায় যে- তিনি পৌর উন্নয়নের রুপকার
মানবতার সেবক গরীব অসহায় মেহনতি মানুষের বন্ধু সৎ নির্ভীক ভোটারদের আস্থা ভাজন ব্যক্তিত্য নিষ্ঠাবান তরুণ প্রজন্মের অহংকার আমরা তার পাশে আছি এবং থাকবো ও সবাই এবারের নির্বাচনে সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে গিয়ে পৌরসভার ৫০৬৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পৌর এলাকার সাধারণ মানুষ এবং ভোট দিয়ে তাকে জয় যুক্ত করবো ইনশাআল্লাহ।
Leave a Reply