1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র গরমে সিলেটে মাথা ঘুরে পড়ে এক যুবকের মৃত্যু-গাজীপুর সংবাদ  স্বামীর উপর মিথ্যার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে স্ত্রী সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের বড়াইগ্রামের ঘাসের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ  গজারিয়া পুলিশের ওপর হামলা মামলার আসামি মিঠু চেয়ারম্যান বরখাস্ত-গাজীপুর সংবাদ  কাপাসিয়া সুশীল সমাজের অংশ গ্রহণে মাদক বিরোধী সেমিনার-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  সিএমপি গোয়েন্দা অভিযানে চোরা মোবাইল মালামাল’সহ চক্রের আটক-৪-গাজীপুর সংবাদ  উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার দাবিতে রাণীশংকৈলে বিএনপি’র কর্মীসভা-গাজীপুর সংবাদ  নাটোরের লালপুর উপজেলা নির্বাচন: প্রচারণায় এগিয়ে শহীদ মমতাজ উদ্দিনের পুত্র সাগর-গাজীপুর সংবাদ  মাদক’সহ ১ কারবারি আটক র‍্যাব-১৪-গাজীপুর সংবাদ 

সিলেটে মামলাবাজ সিন্ডিকেট চক্রের কবলে অসহায় লাকী, ৭ মামলা নিয়ে ঘুরছেন দ্বারে দ্বারে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২২ টাইম ভিউ

সিলেট প্রতিনিধিঃ

মামলাবাজ সিন্ডিকেটের কবলে পরে সিলেটে বিপর্যস্ত লাকী আক্তার নামের অসহায় এক নারী। তিনি বর্তমানে অথৈ পানিতে হাবুডুবু খাচ্ছেন, কোনভাবেই বের হতে পারছেন না মামলাবাজদের কবল থেকে। একসময় তিনি চাকুরি করতেন সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে। মামলাবাজদের মিথ্যা অভিযোগের কারণে, সেই চাকুরী হারাতে হয়েছে লাকীকে, ছিলেন সরকার দলীয় যুব মহিলা লীগের সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক। কিন্তু মামলাবাজদের কবলে পড়ে হারিয়েছেন সেই পদ, মিথ্যা অভিযোগের কারণে তার দল তাকে ভুল বুঝে বহিষ্কার করে। তবুও লাকীর দলের প্রতি সম্মান অটুট রয়েছে।মামলাবাজরা তাকে হাতে না মেরে ভাতে মারতে উঠে পড়ে লেগেছে, লাকীর নেই কোন ভাই-বোন সে মা-বাবার একমাত্র সন্তান। লাকীর পরিবারে তার মা, নানু ও একটি কন্যা সন্তান রয়েছে, সে ৪ সদস্যের পরিবার নিয়ে পবিত্র রমজান মাসে মানবেতর জীবন যাপন করেছেন। মামলাবাজদের হাত থেকে রক্ষা পেতে ন্যায় বিচার পাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। লাকী একসময় বিভিন্ন মানুষেরে উপকারে আসলেও আজ লাকীর উপকারে কাউকে পাওয়া যাচ্ছে না, তারপর তার বর্তমান অবস্থা নিয়ে এই প্রতিবেদকের সাথে দুঃখ প্রকাশ করে কথা বলতে অনিহা প্রকাশ করেন। খোঁজ নিয়ে জানা যায়, তিনি সিলেট সিটি কর্পোরেশনের সোসিও ইকোনোমিক এন্ড নিউট্রিশন ফেসিলিটেটর (SENF) পদে, স্বাস্থ্য বিভাগ প্রকল্পে কাজ করতেন, এবং পাশাপাশি তিনি কাপড়ের শেয়ারিং ব্যবসাও করতেন মুন্সিপাড়া এলাকায়। ২০২১ সালে লাকী তার মাদকাসক্ত স্বামীকে ডিভোর্স দেয়। ডিভোর্সের পর তিনি ব্যবসা ও চাকুরি নিয়ে ভালোই দিন কাটিয়েছিলেন। এভাবে কিছুদিন চলার পর পরিচয় হয় মামলাবাজ সিন্ডিকেটের সদস্য নুরুদ্দীন রাসেলের সাথে, পরিচয় সূত্র ধরে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে, একসময় মামলাবাজ চক্রের সদস্য রাসেল লাকীকে পরামর্শ দেয় সংবাদকর্মী হওয়ার জন্য, তাতে লাকী রাজি হয়নি। এভাবে কিছুদিন চলার পর রাসেলের খপ্পরে পড়ে লাকী, শেয়ারিং ব্যবসা বাদ দিয়ে জড়িয়ে পড়ে মামলাবাজ চক্রের সাথে মহৎ পেশার নামে সংবাদকর্মী হিসেবে। চাকুরীর পাশাপাশি লাকীর সংবাদকর্মী হিসেবে আত্মপ্রকাশ ঘটে সমাজে। তিনি প্রথমেই অনলাইন বায়ান্ন টিভির মাধ্যমে তার মহৎ পেশায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন, এর পাঁচ দিন পর সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক বৈচিত্রময় সিলেট পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। সেই পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমণ এবং ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দিন রাসেল। ঐ পেশায় যোগ দেওয়ার পাশাপাশি, রাসেলের সাথে শুরু হয় মন দেওয়া নেওয়া এরপর প্রেম। লাকীর সাথে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর তার একাকীত্ব ও সাবেক স্বামীর জুয়া মাদকাসক্ত বিষয়ে শেয়ার করেন নতুন প্রেমিক রাসেলের সাথে। লাকীর কথা শুনে রাসেল লাকীকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করে। মামলাবাজ রাসেলের মিষ্টি কথায় বিশ্বাস করে লাকী মুল্লা দিয়ে আখদ্ পরে কাবিন ছাড়া রাসেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। এসময় রাসেল বলেন কাবিন কিছুদিন পরে করবে বলে আশ্বস্ত করেন। কিন্তু বিয়ের পর দেড় বছর লাকীকে নিয়ে, মোগলা বাজারের স্বাস্থ্য কমপ্লেক্স এর কাছে খালের মুখ নামক এলাকায়, ভাড়া বাসায় দুজন স্বামী স্ত্রী হিসেবে একসাথে সংসার করেন। এলাকায় খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া যায়। দীর্ঘদিন অতিবাহিত হলে কাবিন না করায় সন্দেহ হয় লাকীর। তিনি রাসেলকে কাবিনের জন্য চাপ সৃষ্টি করলে রাসেল লাকীর সাথে অস্বাভাবিক আচরণ করেন ফলে লাকী বুঝতে পারেন কাবিন ছাড়া সে বিয়ে করেছে প্রতারণা করার জন্য। লাকী রাসেলকে কাবিন করার জন্য চাপ দিলে শুরু হয় দ্বন্দ্ব, ঝগড়া ও মারধর। লাকী কাবিনের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের এক নেতার কাছে বিচারপ্রার্থী হয়েছিলেন। ঐ নেতা রাসেলকে ডেকে জিজ্ঞেস করলে রাসেল উনার কাছে কাবিনের বিষয়টি অস্বীকার করে। সে আরো হুংকার দিয়ে বলে লাকী কে ছাড়া আরো তিনটি বিয়ে করবো, তবুও লাকীকে বিয়ে করবোনা। আর কাবিন কেন করবো, সে হুমকি দেয় উল্টো, ওই দিন থেকেই শুরু হয় দুজনের মধ্যে দ্বন্দ্ব ও দূরুত্ব। এই দূরত্বের বিষয়টি লাকী শেয়ার করেন মামলাবাজ সম্পাদক রুমনের সাথে। রুমন বিষয়টি শুনে দুর্বলতার সুযোগ নিয়ে লাকীকে তার বেডের সঙ্গী করতে চায় প্রস্তাব দেয় অনৈতিক। সাথে অনেক কিছু উপহার সামগ্রী দেওয়ার স্বপ্ন দেখায়, তাতেও রাজি হয়না লাকী। এরপর গত ২৩/৮/২৩ ইং তারিখে রাত আনুমানিক ১২:৫৫ ঘটিকার সময় লাকীর whatsapp নাম্বারে ফোন দিয়ে রুমন অকথ্য ভাষায় গালিগালাজ করে ও দেখে নেওয়ার হুমকি দেয়। বিষয়টি লাকীকে ভাবিয়ে তুলে, তাই ভয় পেয়ে লাকী ২৪/৮/২৩ইং তারিখে কোতোয়ালি মডেল থানায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়রী(জিডি) দায়ের করেন, যাহার নং ২৭৪০/২৩ইং। এরপর সেই জিডির কপি লাকী তার ফেসবুক আইডিতে শেয়ার করলে শুরু হয় মামলাবাজ সিন্ডিকেটের মিথ্যা মামলা দেওয়া। তারই ধারাবাহিকতায় গত ৩০/৮/২৩ইং তারিখে রুমন বাদী হয়ে লাকীকে বিবাদী করে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন, যাহার নং ১৬৬/২৩ ইং।

এর আগে গত ২৬/৮/২৩ ইং তারিখে মামলাবাজ সম্পাদক রুমন লাকীকে তাদের পত্রিকা থেকে পুলিশের সোর্স, র্যাবের সোর্স আখ্যা দিয়ে বহিষ্কার করে। তাদের প্রকাশিত পত্রিকায় গত ২৭/৮/২৩ইং তারিখে ছবি সহ বহিস্কারের সংবাদ প্রকাশ করে। সেই সংবাদ প্রকাশিত হলে লাকী রুমন ও রাসেলকে বিবাদী করে সিলেট সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন, যাহার নম্বর ১৯৮ /২৩ ইং।
এরপর গত ২৯/৮/২৩ ইং তারিখে লাকীর বিরুদ্ধে রুমন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়রী দায়ের করেন, যাহার নং -১৫৪৬/২৩ইং।শুধু তাই না, লাকী মামলা করার পর রুমন রাসেল ও কামাল আদালত প্রাঙ্গণে লাকীকে একা পেয়ে মেরে ফেলার হুমকি দিয়ে বলে মামলা ও জিডি তুলে নিতে হবে অন্যতায় তোকে মেরে ফেলবো। এরপর লাকী তাদের হুমকিতে ভয় পেয়ে গত ১১/১০/২৩ ইং তারিখে, রুমন, রাসেল ও কামালকে বিবাদী করে সিলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Developer By Zorex Zira

Design & Developed BY: ServerSold.com

https://writingbachelorthesis.com