সেলিম মাহবুব,সিলেট:
দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্দেশনা মত অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমার শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার মিঠুন মল্লিক চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদের ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফায়সাল আহমাদ, নাজমুল হাসান, এবিএম মনসুর, এখলাছুর রহমান, রুহুল আমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছবি চৌধুরী, রিনা বেগম, হাফছা বেগম মনোনয়ন জমা দিয়েছেন। ৮ মে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার বলেন, একটি অবাধ নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন প্রস্তুত। আগামি বুধবার (১৭ এপ্রিল) রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে ও ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে।
Leave a Reply