সেলিম মাহবুব,সিলেট:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সমর্থিত প্রার্থী কাজী মাও.আব্দুস ছামাদের সমর্থনে ছাতক সদর ইউনিয়ন, নোয়ারাই ইউনিয়ন ও চরমহল্লা ইউনিয়নে আল ইসলাহ এবং তালামীযে ইসলামিয়ার তিনটি পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪ ) সকাল ১১.৩০ মিনিট সময় নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর বাজার দাখিল মাদ্রাসায়, বিকাল ২.০০ ঘটিকার সময় ছাতক সদর ইউনিয়নের আন্দারী গাঁও পয়েন্টে ও বিকাল ৩.৩০ মিনিটের সময় চরমহল্লা ইউনিয়নের চরমহল্লা টেটিয়ার চর বাজার কাজী অফিসে আল ইসলাহ ও তালামীযের এ যৌথ সভাগুলো অনুষ্ঠিত হয়। এসব মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর নির্বাহী সদস্য অধ্যক্ষ মাও.আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাও.মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাও. মোস্তাক আহমদ, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী কাজী মাও.আব্দুস ছামাদ, আল ইসলাহ ছাতক উপজেলা শাখার সভাপতি মাও.মুফতি আব্দুস ছালাম, ছাতক উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা.কবির আহমদ লতিফি, তালামীযে ইসলামিয়ার সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, ছাতক উত্তর উপজেলা তালামীযের সভাপতি হাফিজ মামুনুর রশীদ মামুন, ছাতক উত্তর উপজেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাও.জুয়েল আহমদ জামিল, প্রশিক্ষন সম্পাদক মাও.হাঃ আইন উদ্দিন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন তালামীয সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাঈম, সুনামগঞ্জ জেলা তালামীযে ইসলামিয়ার অর্থ সম্পাদক হাফিজ শাহ জাহান, আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন মেম্বার, সৌদি আরব প্রবাসী আব্দুল আলিম প্রমুখ।
Leave a Reply