কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় শীর্ষ মাদক কারবারি ইকবাল মোল্লাকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের সামাদ মিয়ার বাড়ির পেছনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি ইকবাল মোল্লা (২৮) ওই এলাকার মোফাজ্জল মোল্লা’র ছেলে।
ওসি আবুবকর মিয়া’র দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের চৌকস আভিযানিক দল এসআই সালাউদ্দিন ও এস আই মনির মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে তার সাথে থাকা আরও দুইজন সহযোগীর নাম ঠিকানা প্রকাশ করে এবং তারা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পলায়ন করেছে জানায়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮০ পিস ইয়াবাসহ নগদ ৫১ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই মনির বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
ওসি আবুবকর মিয়া আরও বলেন, গ্রেফতারকৃত ইকবাল মোল্লা এবং পলাতক মাদক কারবারিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন কৌশলে অবৈধ পথে সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে এবং অভিনব পন্থায় নিজের বসতঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মজুদ করতো। পরবর্তীতে পরস্পরের সহায়তায় খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply