মোহাম্মদ মাসুদ
পতেঙ্গা থানায় মোটরসাইকেল চুরির মামলা রুজুর ০৪ ঘন্টার মধ্যে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও দুইজন আসামি গ্রেফতার।
২০মে, সন্ধ্যা সাড়ে ৭টায় ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ১০ নং গোপাল ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডস্থ নিজ কুঞ্জুরা গ্রাম থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন নম্বর প্লেইটবিহীন উদ্ধার করা হয়।
পুলিশ তথ্যমতে,২০মে, রাত ৪টায় পতেঙ্গা মডেল থানাধীন টিএসপি কারখানা সংলগ্ন কালো তেলের গলি মাহাবুবের চায়ের দোকানের সামনে খোলা রাস্তায় মামলার বাদী মোঃ সাইফুল ইসলাম (৩২)-এর একটি SUZUKI GIXXER (LARGE) 160 CC (কালো) বর্ণের মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়।
বাদীর দায়েরকৃত এজাহারে পতেঙ্গা মডেল থানার মামলা নং- ১২, ধারা- ৩৭৯ পেনাল কোডে অফিসার ইনচার্জ পতেঙ্গা মডেল থানার নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলাটির তদন্তকারী অফিসার এসআই (নি.) কিশোর বড়ুয়া চট্টগ্রাম মহানগরী ও ফেনী জেলায় অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত ১। মোঃ জাবেদ হোসেন প্রঃ বাবু (২০), ও ২। মোঃ আসিফ শেখ (২৩)-কে গ্রেফতার করে
আসামিদ্বয়কে বর্ণিত মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply