হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শনিবার ৫ অক্টোব বয়ান শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।। ঘড়ির কাটায় বেলা সাড়ে ১১টা। সম্মিলিত কণ্ঠে আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা মাঠ। সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে আল্লাহ তা’আলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মোনাজাতে নিজেদের হৃদয়ের আবেগ-অনুভূতি আল্লাহর কাছে তুলে ধরেছেন। আমিন, আমিন ধ্বনি আর চোখের পানিতে বুক ভাসিয়েছেন মুসল্লিরা। আর থেমে থেমে কান্নার আওয়াজে ছিল মুসলিম জাহানের সুখ, শান্তি সমৃদ্ধিসহ আল্লাহ তা’আলার রহমত ও পাপাচার থেকে ক্ষমা প্রার্থনার আকুতি জানান। মহান সৃষ্টিকর্তার কাছে চোখের জলে নিজেদের পাপমুক্তি কামনায় ১৫ মিনিটের আখেরি মোনাজাত শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন
কাকরাইলের মুরুব্বি ও তাবলীগ জামাতের জিম্মাদার (দায়িত্বশীল) মো. ওয়াসিকুল ইসলাম। এ সময় সর্বস্তরের মুসল্লির ঢল নামে ইজতেমা স্থলে। ইজতেমায় সকাল থেকে জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরাতন ইটভাটা মাঠে সমবেত হন হাজার হাজার মানুষ। মুসল্লিদের আগমনে ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে। মাঠের অন্যপাশেও অবস্থান নেন অসংখ্য নারী ও শিশু। ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা দাবি করেছেন এ মোনাজাতে ঠাকুরগাঁও জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার পনেরো হাজারেরও বেশি মুসুল্লি অংশগ্রহণ করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply