মোঃ আবদুল হামিদ সরকার নীলফামারী।
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে রানাকে সন্ত্রাসী হামলায় হত্যা চেস্টাকারীদের বিচারের দাবীতে ০ ৬-অক্টো/২৪ সকাল দশটার সময় ঘন্টাব্যাপী মানববন করেন এলাকাবাসী।খালিশা চাপানি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আজগার আলীর ছেলে রানা মিয়া।গাত ০২-অক্টো/২৪ রাত আনুমানিক দশটার সময় গোডাউন বাজারের প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়,খালিশা চাপানী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সামছুল হক হুদার নেতৃত্বে আব্দুল কুদ্দুস, কবির,আলমগীর ও রবিউল সহ আরও অনেকে রানা মিয়াকে দুই হাত বেধে এলো পাথারী মারপিট করে রাস্তায় ফেলে রাখে।
স্থানীয় লোকজন উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে শারীরিক উন্নতি না হওয়ায় রংপুরে রেফার করে দেন।রানা মিয়াকে হত্যা চেষ্টা র প্রতিনাদে কাকিনা গ্রাম থেকে একটি মিছিল বের করে গোডাউন বাজার প্রদক্ষিণ করে ডালিয়া নতুন বাজার পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এতে বক্তব্য রাখেন মনজুরুল ইসলাম,শেখ সোহেল রানা,রবিউল ইসলাম, ও নিপা মনি সহ আরও অনেকে।বক্তারা বলেন এসব জুলুমবাজা,চাঁদাবাজ,পৈশাচিক নির্যাতন,ছিনতাই ও রানা মিয়াকে হত্যা চেষ্টা কারীদের আইনের আওতায় এনে সু বিচারের দাবি জানাই।।
Leave a Reply