মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
জন্ম – মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা মধ্যে দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট ভবনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মাছুদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার জেনারেল সার্টিফিকেট শাখা ইসতিয়াক আহম্মেদ, সহকারী কমিমনার নেজারত শাখা রাশেদুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা ও পৌর কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন
জন্ম ও মৃত্যু আইন, ২০০৪ অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এজন্য আমাদের সমাজের সকল শ্রেণী মানুষদের সচেতন হতে হবে। তাহলে আমরা জন্ম ও মৃত্যু নিয়ে সঠিক তথ্যটা জানতে পারবো।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply