খান মেহেদী
চসিক মেয়র ডা :শাহাদাতের পরে এবার নির্বাচন কমিশনের রায়ে খুশি বরিশালের সন্তান ডা :শাহারিয়ার।ডা ::শাহারিয়ার মিঞা সাহিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সতন্ত্র মনোনীত প্রার্থী ছিলো তিনি পেশায় একজন চিকিৎসক জাগ্রত তারুণ্য নামে একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের সর্বকনিষ্ঠ সতন্ত্র প্রার্থী হিসেবে তার এলাকায় জনগণের সতন্ত্র মনোনীত হন।তাকে বিভিন্ন দল থেকে বিশেষ করে তৃনমূল বিএনপি ও আওয়ামী লীগের ডামি হিসেবে প্রার্থীতার জন্য আহবান করা হলে তিনি তা প্রত্যখান করেন। তিনি এককভাবে সর্বপ্রথম সতন্ত্র প্রার্থীতার ঘোষণা দেন পরে তিনি সতন্ত্র মনোনীত প্রার্থী হন।অনেকেই সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেন যারা আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত তারা।কিন্তু ডা :শাহারিয়ার ছিলেন ব্যাতিক্রম তিনি তার আসনের সাবেক সংসদ সদস্য রত্না আমীনের সাথে প্রতিবাদ জানাতে সতন্ত্র প্রার্থীতার ঘোষণা দেন। জনগণের মতামত ও গুনীজনদের পরামর্শে ডা :শাহারিয়ার নির্বাচন থেকে সরে আসেন ও সতন্ত্র মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে আসেন।বৈধ প্রার্থী হিসেবে তিনি কেন নির্বাচনী জামানত ফেরত পাবেন না এই জন্য তিনি জেলা প্রশাসক জেলা রিটার্নিই কর্মকর্তা ও পরে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর আপিল করেন। দীর্ঘ প্রায় ১বছর পরে প্রধান নির্বাচন কমিশনার ডা :শাহারিয়ারের হলফ নামা দেখে তাকে বৈধ প্রার্থী হিসেবে তার নির্বাচনী জামানত ফেরত দিতে নির্দেশ দেন।ফ্যাসিস্ট সরকারের নির্বাচন থেকে নিজ থেকে সরে যাওয়ায় তাকে ধন্যবাদ জনান প্রধান নির্বাচন কমিশনার।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply