নিজস্ব প্রতিবেদক:
“অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে” এই প্রতিপাদ্যে জামালপুরে ১ডিসেম্বর ২০২৪ বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে
“অধিকারের পথে চলি-স্বাস্থ্য আমার অধিকার” এই শ্লোগানে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের আয়োজনে এবং ইউ এন উইমেন এর অর্থায়নে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে
বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সিভিল সার্জনের কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক কামরুন্নাহার।
সঞ্চালনা করেন, সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোঃ ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন, অপরাজেয় বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. সাব্বির আহমেদ ও ডা. জাকিরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন, পরিসংখ্যানবিদ মোঃ আব্দুল হালিম। সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সৈয়দ মুনিরুল হক নোবেল, সাংবাদিক খোরশেদ আলমপ্রমূখ। এছাড়াও যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply