ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বিএনপি’র নাশকতা জ্বালাও পুড়াও অরাজকতা অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য মৃণাল কান্তি দাস এমপির নির্দেশ কর্মে,গজারিয়া উপজেলায় সারাদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাজপথে কঠোর অবস্থানে শক্ত বলয় ব্যস্টনির মাধ্যমে সাধারণ মানুষের জান প্রাণ রক্ষার্থে ওয়ান এলিভেন্টের ছাত্রলীগনেতা বর্তমান যুবলীগ নেতা জুয়েল প্রধানের নেতৃত্বে বালুয়াকান্দী ইউনিয়নের নেতা কর্মীরা রাজপথে অবস্থান।
এ সময় যুবলীগ নেতা জুয়েল প্রধান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণভোমরা বঙ্গবন্ধুর কন্যার পাশে এডভোকেট মৃণাল কান্তি দাস এমপির নির্দেশে আমরা মাঠে ছিলাম আছি এবং যে কোনো পরিস্থিতিতে থাকবো।আমরা গজারিয়া অংশের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী মনিংসান থেকে জামালদি স্টান পর্যন্ত এলাকায় মৃণাল কান্তির নির্দেশে মাঠে থাকবো।
সে সময় তারা স্লোগান দিতে থাকে একশন একশন ডাইরেক একশন আওয়ামী লীগের অ্যাকশন যুবলীগের অ্যাকশন ছাত্রলীগের অ্যাকশন।বিএনপি রাজাকার হুশিয়ার সাবধান। রাজপথ ছাড়ি নাই প্রধানমন্ত্রীর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই মৃণাল দার ভয় নাই।গজারিয়ার মাঠে মৃনাল দা’র ঘাটি,গজারিয়ার মাটি আওয়ামী লীগের ঘাটি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply