নিজস্ব প্রতিবেদক :-:
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বনশ্রীতে যাত্রা শুরু করছে ‘লুকসজিয়া’। দেশীয় পোশাক থেকে দেশি-বিদেশি কসমেটিকস ও বিভিন্ন পণ্যের সমাহার থাকবে লুকসজিয়াতে।
নতুন এ শোরুমটির উদ্বোধন করেন চিত্রনায়িকা শিরিন শিলা, চিত্রনায়িকা তানিন সুবহা, চিত্রনায়ক অনিক রহমান অভি, উপস্থাপিকা ও নবীন পরিচালক নানজীবা খান, অভিনেত্রী দিশা মনি, কোরিওগ্রাফার পিয়াল হোসাইন, কোরিওগ্রাফার টনি, বেশ কজন ফ্যাশন র্যাম্প মডেল।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুর রহমান, ব্যাবস্থাপনা পরিচালক-মার্স গ্রুপ, ফিরোজ আলম সুমন চেয়ারম্যান আল-কাদেরীয়া লিমিটেড, তারেকুল ইসলাম ব্যাপস্থপনা পরিচালক মার্স হোম লিমিটেড, আব্দুল কাদির মনির সহকারী ব্যাপস্থপনা পরিচালক মার্স হোম লিমিটেড সহ আরও অনেকে।
লুকসজিয়ার সিইও এবং প্রতিষ্ঠাতা নাজিম হোসাইন শেখ, সহ-প্রতিষ্ঠাতা নয়ন আহম্মেদ বলেন, আমরা ক্রেতাদের জন্য মানসম্পন্ন পণ্য নিশ্চিত করব। আশা করছি খুব দ্রুতই সারাদেশে ছড়িয়ে পড়বে এর নাম।
লুকসজিয়া’র সিইও নাজিম হোসাইন শাওন বলেন, সম্পূর্ণ বিদেশি ব্রান্ডের কসমেটিকস ও ফ্যাশন পণ্য দিয়ে যাত্রা করলো ‘লুকসজিয়া’। যারা ব্র্যান্ডের কসমেটিকস ব্যাবহার করেন তারা অবশ্যই আমাদের ‘লুকসজিয়া’র আউটলেটটি ঘুরে দেখবেন, আমন্ত্রণ রইলো।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply