নিজস্ব সংবাদদাতাঃ
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পাণ্ডব নদী তীরবর্তী দক্ষিণ সাদিশ গ্রামের মাটি কেটে ইট-ভাটায় সরবরাহ করে ভূমিদস্যুদের একটি সিন্ডিকেট।
ভূমিদস্যু নেতা শামিম শরীফ দক্ষিণ সাদিশ গ্রামের নদীর তীরে সাতক্ষীরা থেকে লোকজন নিয়ে থাকতো এবং রাতে মাটি-কাটাসহ বিভিন্ন অপকর্ম করতো। প্রতিদিন প্রায় ১৫০০০০= (দেড় লক্ষ) টাকার মাটি ভেকু ও ট্রলার দিয়ে কেটে সিন্ডিকেটের বিভিন্ন পর্যায় ভাগ বাটোয়ারা হতো। এর সাথে বড় বড় রাঘব বোয়াল জড়িত। গত ২০/২/২৪ তারিখ ইউএনও মহোদয়ের নির্দেশে কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান মাটি-কাটা বন্ধে সাইনবোর্ড লাগায়। এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু চিহ্নিত সন্ত্রাসী, মাটি-কাটা মামলার আসামী শামীম শরীফ মাটি-কাটার নেতৃত্ব, দেশীয় অস্ত্র, মাদক ও নারীবাজীসহ বিভিন্ন অপকর্মের টং ঘরে আগুন দিয়ে গ্রামবাসীদের ফাঁসানোর চেষ্টা করছে। শামীম শরীফের ভূমিদস্যুতা ইউনিয়ন, উপজেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্য মহোদয়কে গ্রামবাসীরা ইতিপূর্বে অবহিত করিয়েছে। বাংলাদেশের প্রথম সারির প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বারবার ভূমিদস্যু, সন্ত্রাসী, মাদকসেবী শামিম শরীফের নাম এসেছে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিনি ধরাছোঁয়ার বাইরে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply