সেলিম মাহবুব,সিলেট:
সিলেটে এবার বস্তা দিয়ে মোড়ানো ভারতীয় সাত কার্টুন আতশবাজি উদ্ধার করে ও পিকআপ গাড়ীসহ আতশ বাজি জব্দ করা হয়েছে। রবিবার আনুমানিক ভোর ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে পুলিশ এসব উদ্ধার করে জব্দ করেছে। জানা গেছে ভোর আনুমানিক ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন লাউগুল দারা বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ গাড়ি রেখে অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ডিআই পিকআপ গাড়ীতে থাকা বস্তা দিয়ে মোড়ানো সাত কার্টুন বিভিন্ন ধরণের ভারতীয় আতশবাজি উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply