সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে ৫ তলা ভবনের উপর থেকে পড়া একটি পাথরের আঘাতে ইসতিয়াক খান (০৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট নগরীর মাউন্ট এ্যাডোরা হাসপাতালে। রোববার দুপুরে শহরের শাহজালাল আবাসিক এলাকার সুজন চৌধুরী সড়কে এ ঘটনা ঘটে। শিশু ইসতিয়াক খান, মোনায়েম খান হেলালের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অন্যান্য শিশুদের সাথে সড়কে খোলায় মত্ত ছিল ইসতিয়াক। সড়কের পাশের একটি ৫ তলা ভবনের উপর থেকে কে বা কারা একটি বড় পাথর নীচে ফেললে পাথরটি সরাসরি শিশু ইসতিয়াকের মাথায় আঘাত করে। সাথে-সাথেই শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন এসে মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে ছাতক হাসপাতালে পরে সিলেট মাউন্ট এ্যাডোরা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ছাতক থানার এসআই সঞ্জয় ঘটনাস্থল থেকে পাথরটি জব্ধ করে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
Leave a Reply