মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
নিখোঁজের ২ দিন পরে লাউকাঠী নদীতে ভেসে উঠলো আল-আমিন খন্দকার নামে এক যুবকের লাশ। মৃত আল-আমীন ইটবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খালেক খন্দকারের ছেলে।
পারিবারিক সুত্রে জানাগেছে, গত ৬’ নভেম্বর আনুমানিক সকাল ১০ টার দিকে সিভিল পোষাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আপগাড়ির প্রশাসনের ধাওয়ায় পটুয়াখালী ব্রীজের পশ্চিম পাশের তুলাতলা নামক স্থান থকে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয় আল-আমিন। আজ ৮’নভেম্বর ভোরে পৌর শহরের উওর পারে লাউকাঠী নদীর লাউকাঠী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সরকারি গোডাউন ঘাট সংলগ্ন নিখোঁজ আল-আমীনের লাশ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে জানায়। প্রশাসন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply